Site icon Jamuna Television

জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম, দুশ্চিন্তায় কৃষক দম্পতি

সিলেটে জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক দরিদ্র কৃষক দম্পতি। জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদ এর স্ত্রী ফাতেমা বেগমেকে গত ২৫ জানুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ শনিবার দুপুরে সিজারিয়ানে ভূমিষ্ট হয় পেটের অংশ জোড়া লাগানো দুটি কন্যা শিশু।

চিকিৎসকরা জানান, বর্তমানে মা ও দুটি শিশুই সুস্থ আছেন। তবে দুই শিশুর একটিমাত্র লিভার। এছাড়া আর বাকি সকল অঙ্গ প্রতঙ্গ আলাদা ও কার্যকর অবস্থায় রয়েছে। দেশেই শিশুদুটিকে আলাদা করে লিভার সংস্থাপনের মাধ্যমে শিশু দুটিকে সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব বলেও জানিয়েছেন চিকিৎসকরা। অচিরেই তাদের ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে অপারেশনের মাধ্যমে আলাদা করার পরামর্শ দেন চিকিৎসকরা।

তবে পরিবারের সদস্যরা আর্থিক অনটনের কথা জানিয়ে ঢাকায় উন্নত চিকিৎসায় চাইলেন সরকারের সহায়তা।

Exit mobile version