Site icon Jamuna Television

দেশ উন্নত হচ্ছে, উন্নত দেশেও ভোটার উপস্থিতি কম থাকে: আতিক

দেশ উন্নত হচ্ছে. উন্নত দেশেও ভোটার উপস্থিতি কম থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার বিকেলে বনানীতে নির্বাচনী কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, ফলে উন্নত দেশেরও মত বাংলাদেশের মানুষেরও ভোটের প্রতি আগ্রহ কমছে।

ভোটার উপস্থিতি কম হলে কিছু করার নেই উল্লেখ করে তিনি বলেন, ফলাফল যাইহোক যেদলই জিতুক তিনি ফলাফল মেনে নেবেন। নির্বাচনে তেমন কোন অভিযোগ নেই, শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।

ইভিএম নিয়ে অনেকে মাঝে বিভ্রান্তি ছিল, এই নির্বাচনের মাধ্যমে তা কেটে গেছে বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।

Exit mobile version