Site icon Jamuna Television

এবার জয় শ্রীরাম শ্লোগান দিয়ে সিএএ বিরোধীদের উপর গুলি

এবারে জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ভারতের দিল্লীর শাহিনবাগে সিএএ বিরোধী সমাবশে আন্দোলকারীদের উপর গুলি চালালো এক যুবক। খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজ বাংলা’র।

শনিবার শাহিনবাগে পুলিশের সামনেই কপিল গুজ্জর নামে ঐ যুবক জয় শ্রীরাম বলে প্রতিবাদকারীদের উপর গুলি চালায়।

গুলি চালানোর তাকে পুলিশ আটক করলে সে চিৎকার করে বলতে থাকে, ‘এদেশ হিন্দুরাষ্ট্র হবে হিন্দুদের কথাই চলবে অন্যকারো কথা চলবেনা, জয় শ্রীরাম’

আন্দোলনে অংশ নেয়া এক ব্যক্তি জানান, হঠাৎ এক যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাতে থাকা সেমি অটোমেটিক পিস্তল থেকে পরপর গুলি চালাতে তাকে। এরপর পিস্তল জ্যাম হয়ে গেলে পাশের একটি ঝোপে পিস্তলটি ফেলে দিয়ে পালাতে শুরু করে। এসময় আমরা কয়েকজন মিলে ওকে ধরে পুলিশে সোপর্দ করি।

ঐ ব্যক্তি আরও জানায়, গুলি চালানোর সময় পুলিশ পাশে দাড়িয়ে থাকলেও তাকে আটকায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জামিয়ায় সিএএ বিরোধী সমাবেশে গুলি চালায় যুবক। এত সাদাব নামে এক ছাত্র আহত হয়। পরে আহত ঐ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version