Site icon Jamuna Television

ভোট পড়ার হার ৩০ শতাংশের নিচে: সিইসি

ইভিএমের বিরুদ্ধে কেউ অভিযোগ করে নাই, ভোট ভালো হয়েছে। তবে ভোট পড়ার হার ৩০ শতাংশের নিচে থাকবে এমন কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরআগে ঢাকার দুই সিটি নির্বাচনে প্রথম কয়েক ঘণ্টায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছিলেন, এমন ভোট আমরা চাইনি। এখনও চাই না।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Exit mobile version