Site icon Jamuna Television

আলিয়া-রণবীরের মধুচন্দ্রিমা কাশ্মীরে!

বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। রোমান্টিক এই জুটির বিয়ে ঘিরে প্রতনিয়ত নানা খবর আসে গণমাধ্যমে।

বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও এবার তাদের মধুচন্দ্রিমার খবর এল। বিয়ের পর তারা ভূস্বর্গ কাশ্মীরে মধুচন্দ্রিমা করতে চান বলে কানাকানি চলছে। আর এ সিদ্ধান্ত হয়েছে আলিয়ার ইচ্ছানুসারে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের আগেই রণবীর-আলিয়ার প্রেমের খবর চাউর হয়ে যায়। আর আয়ান মুখার্জি পরিচালিত এই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে তাদের।

জানা গেছে, এই দুই বলিউড তারকার ‘হাইপ্রোফাইল’ পরিবার তাদের সম্পর্ককে স্বীকার করে নিয়েছেন।
ঋষি কাপুর নিউইয়র্ক থেকে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরলে রণবীর-আলিয়ার চার হাত হবে বলে শোনা যাচ্ছিল। ঋষি কাপুর দেশে ফিরেছেন। তবে এখনো বাজেনি এই দুই পরিবারে বিয়ের সানাই।

দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বছরই সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। এরপরই তারা মধুচন্দ্রিমায় যাবেন কাশ্মীরে।

এ বছরই মুক্তি পেতে চলেছে আলিয়া ও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। এই প্রথম পর্দায় জুটি বেঁধে আসতে চলেছেন বাস্তবের এই জুটি। আয়ান মুখার্জি পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়সহ আছেন অনেকে।

Exit mobile version