Site icon Jamuna Television

ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির গেট টুগেদার

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো, ঢাকা কলেজ এইচ.এস.সি-৯৫ সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার-২০২০।

এতে পরিবার-পরিজন নিয়ে যোগ দেন ঢাকা কলেজ এইচ.এস.সি-৯৫ সোসাইটির সদস্যরা। প্রবাসে থাকা অনেক বন্ধুরাও আসেন এ আয়োজনে যোগ দিতে। বন্ধুদের বাৎসরিক এই মিলন মেলায় এসে সবাই আনন্দে মেতে ওঠেন।

সকালে কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রয়াত বন্ধুদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা। পরে সোসাইটির সদস্য পরিবারের বাচ্চাদের নিয়ে কেক কাটেন সভাপতি ও যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক এ কে এম বদরুল আলম লিটন, সাধারণ সম্পাদক ইন্জি:আতিক মামুন।

দিনভর নানা আয়োজনে বাচ্চা ও ভাবিদের জন্য ছিলো বিভিন্ন প্রতিযোগিতা আর খেলাধুলা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে র্যা ফেল ড্র প্রতিযোগিতা। পরে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এবারের গেট টুগেদার।র‌্যাফেল ড্র তে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক, কাজীপাড়া ব্রাঞ্চের সৌজন্যে প্রথম পুরস্কার দেয়া হয় ল্যাপটপ ও মোবাইল ফোন। অনুষ্ঠানের আংশিক স্পন্সর ছিলো এজ ট্রেডিং।

Exit mobile version