Site icon Jamuna Television

করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে। আক্রান্ত ১৪ হাজার ৩৮০ জন। এরমধ্যে শুধু চীনের হুবেই প্রদেশেই প্রাণ গেছে ২৯৪ জনের।

আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয়ায় নিবিড় পর্যবেক্ষণে দেড় লাখ মানুষ। এদিকে, ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চীনের সাথে সীমানা থাকা দেশগুলো। রাশিয়া, পাকিস্তান ও ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। চীন থেকে নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নেয়ার কার্যক্রমও অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। ভাইরাসের কারণে বৃহস্পতিবারই বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Exit mobile version