Site icon Jamuna Television

নয়াপল্টনে বিক্ষোভ করছে বিএনপি, যোগ দিয়েছেন ইশরাক

হরতালের সমর্থনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার ভোর থেকেই তারা সেখানে বিক্ষোভ করছেন। বিক্ষোভে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আরো আছেন বিএনপি’র সিনিয়র নেতারা।

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে গতকাল দলটি রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে সকাল থেকেই রাস্তায় চলছে যানবাহন। যদিও অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা কম দেখা গেছে। ছেড়ে যাচ্ছে দূর পাল্লার গাড়ি। নয়াপল্টন ছাড়া রাজধানীর আর কোথাও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া যায়নি।

এর আগে, সকালে প্রতীকী ইভিএম পুড়িয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল। সরকার বিএনপি’র হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।

Exit mobile version