Site icon Jamuna Television

বিএনপির হরতালও প্রত্যাখ্যান করেছে জনগণ: নানক

অতীতের যেকোনো সময়ের চেয়ে ঢাকায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির নির্বাচন বিরোধী চরিত্রের কারণে সিটি নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, নির্বাচনে যেভাবে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তেমনি বিএনপির হরতালও প্রত্যাখ্যান করেছে জনগণ ।

নানক বলেন, জনগণ ও সড়কের কর্মব্যস্ততাই প্রমাণ করে বিএনপির ভুলের রাজনীতি করেছে। এসময় তিনি বিএনপির যেকোনো উসকানির মুখে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। বিজয়ী প্রার্থীদের উৎসব বা মিছিল না করে ভোটারদের কাছে যাওয়ার আহবান জানান নানক।

Exit mobile version