Site icon Jamuna Television

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ

আপাতত চীনা কোনো নাগরিককে অন অ্যারাইভাল ভিসা দেবে না বাংলাদেশ। বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের নিজ দেশে যাওয়া মাসখানেকের জন্য বন্ধ ঘোষণা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, তারা ভিসা নিয়ে আসতে পারবে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ভারতকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সীমান্তে হত্যা বন্ধ না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের আমন্ত্রণে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ইতালিতে দ্বিপাক্ষিক সফর করবেন।

Exit mobile version