Site icon Jamuna Television

হজ ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশিরা সবাই সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী এখনও শনাক্ত হয়নি, চীনের উহান থেকে আসা বাংলাদেশিরা সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংএ এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, হজ ক্যাম্পে বাংলাদেশিদের সার্বিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে, তারা ভাল আছে, তবে নিয়ম মতো পর্যবেক্ষণে থাকবে তারা। গর্ভধারিণী একজন তার ইচ্ছামতো সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন, তিনিও ভাল আছেন।

মন্ত্রী বলেন, ১৪ দিনের মধ্যে আমরা জেনে যাবো কেউ আক্রান্ত হয়েছেন কিনা। তিনি আরও বলেন, যারা এসেছেন তাদের কাউকে জোর করে আনা হয়নি,প্রধানমন্ত্রীর নির্দেশে আনা হয়েছে। তবে এখনই আত্মীয় স্বজনরা তাদের সাথে দেখা করতে পারবে না।

মন্ত্রী আরও জানান, চীনা নাগরিকদের জন্য চীন-বাংলাদেশ যাতায়াতে কিছুটা কড়াকড়িতে সরকারের উদ্যোগ ইতিবাচক, এটি দরকার ছিল।

Exit mobile version