Site icon Jamuna Television

ধোনিকে একহাত নিলেন শেবাগ, ছাড়লেন না কোহলিকেও

এবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও হার্ডহিটার কোহলিকে একহাত নিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেবাগ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ধোনি ও কোহলির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন প্রাক্তন এই ভারতীয় ওপেনার।

দলের সিনিয়র ক্রিকেটারদের বাদ দেয়া থেকে শুরু করে দল নিয়ে সতীর্থদের সাথে কোন আলোচনা না করা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেন প্রাক্তন এই ভারতীয় অধিনায়ককে।

শেবাগ এদিন বললেন, ‘ধোনি অস্ট্রেলিয়ায় গিয়ে বলেছিল, ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন খুব ধীরগতির ফিল্ডার। বে এই নিয়ে কখনও আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা করেনি। টিম মিটিং-এ ও কখনও বলেনি, আমরা ধীর গতির ফিল্ডার। আমরা মিডিয়া থেকেই আমাদের অবস্থা জানতে পারি। টিম মিটিংয়ে তখন আলোচনা হত নবাগত রোহিত শর্মাকে নিয়ে। ওকে খেলানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হত। আর তাই রোটেশন করার কথা বলা হত।’

এসময় আরেক অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলে বলেন, ‘ঋষভকে তো বারবার বাদ দেওয়া হচ্ছে। তা হলে ও কীভাবে রান করবে? সচিন তেন্ডুলকরকেও যদি বাদ দেওয়া হত, তাহলে রান করতে পারত? আমাদের সময়ে ক্যাপ্টেন প্রতিটা ক্রিকেটারের সঙ্গে কথা বলত,দ জানি না বিরাট সেসব করে কিনা! তবে অনেকে বলে, রোহিত শর্মা এশিয়া কাপের সময় অধিনায়ক হিসেবে দলের সবার সঙ্গে কথা বলত।’

Exit mobile version