Site icon Jamuna Television

স্ট্রোক করে মারা গেলেন আবরার হত্যা মামলার আসামি সকালের বাবা

রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার পাঁচ নম্বর আসামি ইফতি মোশাররফ সকালের বাবা ফকির মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫।

শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।

ফকির মোশাররফ হোসেন রাজবাড়ী শহরের পৌর এলাকার ১নং ওয়ার্ডের ধুনচি গ্রামের ২৮ কলোনি এলাকার মৃত ফকীর আব্দুল জলিলের ছেলে।

ইফতি মোশাররফ সকালের মা রাবেয়া বেগম জানান, গত ৩০ জানুয়ারি ঢাকায় আদালতে ছেলে ইফতির শুনানির দিন ছিল। ওইদিন ছেলের শুনানিতে মোশাররফ হোসেন ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তা করতে থাকেন তিনি। শনিবার রাতে হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে মারা যান।

শনিবার বিকেলে বাদ আছর জানাজার নামাজ শেষে স্থানীয় ২৮ কলোনি কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

Exit mobile version