Site icon Jamuna Television

১২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় ১১ নং পুল এলাকায় রোববার ভোরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন কক্সবাজার সদর উপজেলার ন্যায়গোনা ঈদগাহ এলাকার মুক্তার আহমদের ছেলে হামিদুল হক ও রামু উপজেলার আজগর কোদালিয়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আজিজ করিম।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১১ নং পুল এলাকায় পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। রামগঞ্জগামী একটি মাইক্রোবাসসের গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এসময় ওই মাইক্রোবাস থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ হামিদুল হক ও আজিজ করিমকে আটক এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version