Site icon Jamuna Television

রাজধানীতে ৫ বছরের শিশু খালে পড়ে নিখোঁজ; ২৭ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

রাজধানীর কদমতলীর ডি এন্ড ডি প্রজেক্টের খালে পড়ে নিখোঁজ আশা মনিকে ২৭ ঘণ্টা পরেও উদ্ধার করা যায়নি। শিশুটির খোঁজে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

গতকাল শনিবার বিকাল ৪টার দিকে খালে পড়ে যায় শিশুটি। প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে শিশু আশা মনি আরেক শিশুর সাথে বল নিয়ে খেলছিলো। এক পর্যায়ে বলটি খালের পানির উপর জমে থাকা ভারী ময়লার স্তুপের ওপর গেলে আশামনি বলটি কুড়িয়ে আনতে যায়। পরে ময়লা সরে গেয়ে ডুবে যায় আশামনি। তার বাবা এরশাদ স্থানীয় মুদি দোকানী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে।

Exit mobile version