Site icon Jamuna Television

প্রিমিয়ার লীগ খেলতে ঢাকা আসছেন মেসির সতীর্থ হার্নান বার্কোস

বিদেশী ফুটবলার হিসেবে সব্বোর্চ পারিশ্রমিকের বিনিময়ে খেলতে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন দলে মেসির একসময়ের সতীর্থ হার্নান বার্কোস। মাসিক ১৭ লাখ টাকার বিনিময়ে আসন্ন প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলতে ১০ মাসের চুক্তিতে ৫ ফেব্রুয়ারি ঢাকা পৌছাবেন।

ইন্টারন্যাশনাল ট্রান্সফার মার্কেটের শেষ দিনে আর্জেন্টিনা জাতীয় দলের এই স্ট্রাইকারের সাথে চুক্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

বর্তমানে খেলেছেন অ্যাটলেটিকো নেশোনালের হয়ে। ঝুড়িতে আছে সিরআ এ’তে রানার্সআপের তকমা। তাকে দলে ভেরাতে কিংসকে প্রতি মাসে গুনতে হবে ২০ হাজার ডলার। ১০ মাসের হিসেবে টাকার অংকে যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

এফসি কাপের ম্যাচকে সামনে রেখেই তরিঘরি করে হার্নানকে ঢাকায় আনছে কিংস। ক্লাব সভাপতি জানালেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নিয়েও নাকি ধারণা আছে এই আর্জেন্টাইনের।

কলিড্রেসের পর হার্নান বার্কোসের মতো মানসম্পন্ন ফুটবলারের কল্যানে দেশের ফুটবলের সাথে স্থানীয় ফুটবলারদের খেলার মানও বাড়বে, পাবে নতুন গতি। এমন বিশ্বাস ফুটবল সংশ্লিষ্টদেরও।

Exit mobile version