Site icon Jamuna Television

ট্রেনে আপত্তিকর অবস্থায় এক নারীসহ কলেজ অধ্যক্ষ আটক

স্টাফ রিপোর্টার, জামালপুর:

জামালপুরে আন্ত:নগর তিস্তা ট্রেনের কেবিনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ কলেজ অধ্যক্ষকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার বিকেলে তাদেরকে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত আব্দুস সালাম (৫০) ইসলামপুর জে জে কে এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। সে জামালপুর শহরের বেলটিয়ার বাসিন্দা।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র জানান, তিস্তা ট্রেনটি জামালপুর থেকে ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনের যাত্রীরা কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ করেন যে- ‘ঘ’ কোচের ২ নম্বর কেবিনে অসামাজিক কার্যকলাপ চলছে। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গিয়ে ওই অধ্যক্ষ ও এক নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে রেল-পুলিশ তাদের আটক করে জামালপুর জিআরপি থানায় নিয়ে আসে।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আটক কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

Exit mobile version