Site icon Jamuna Television

এসএসসি পরীক্ষা শুরু

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে সারাদেশে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করার নির্দেশ আছে।

এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে প্রশ্ন সেট কোড জানিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। ছবি তোলা যায় না, এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কেন্দ্র সচিব। বরাবরের মতো ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটিতে নির্বাচনের কারণে তা পিছিয়ে দেয়া হয়।

Exit mobile version