Site icon Jamuna Television

চীনে করোনাভাইরাসে মৃত্যু ৩৬১ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৭ জনের মৃত্যু হলো চীনে। এ ভাইরাসে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১।

আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২০৫ জন। ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩ হাজার আক্রান্তের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

নিবিড় পর্যবেক্ষণে দেড় লাখের বেশি মানুষ। চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৭৫ জন। চীনের বাইরে ভাইরাসে আক্রান্ত দেড় শতাধিক মানুষ। হুবেই প্রদেশ থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নেয়া অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। বেশ কয়েকটি দেশের পর চীনফেরত বিদেশিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইন্দোনেশিয়া ও ভারত। মহামারী মোকাবিলায় ভাইরাসের উৎপত্তিস্থল উহানে আজ চালু হচ্ছে ১ হাজার শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল।

Exit mobile version