Site icon Jamuna Television

ইরাকে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ

নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক এলাহীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে প্রতিবাদে যোগ দেয় হাজারো মানুষ।

বাগদাদে রোববার সকাল থেকেই মিছিল শুরু করে শিক্ষার্থীরা। নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে শ্লোগান দেয় তারা।

তাদের দাবি, সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির মতোই একই রাজনৈতিক মতাদর্শের অনুসারী তৌফিক এলাহী। তার নেতৃত্বে রাজনৈতিক সংস্কার সম্ভব নয় বলে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। দিন গড়ানোর সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়ে বাগদাদের বাইরেও। দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। দু’মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তৌফিক এলাহীর নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাহাম সালেহ।

Exit mobile version