Site icon Jamuna Television

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

বগুড়া ব্যুরো:

বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে শিবগঞ্জের মোকামতলায় দুই মোটরসাইকেল আরোহী এবং শাজাহানপুর উপজেলার কামারপাড়ায় এক মোটরসাইকেল চালক প্রাণ হারান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের জিলানী জানান, সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ানা সাহাপুরের রফিকুলের ছেলে হানজেলা মহাস্থান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনিকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। মোকামতলা এলাকায় বেপরোয়া গতির কারণে তাদের বহনকারী মোটরসাইকেল পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এদিকে সকালে শাজাহানপুরের কামারপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ফরিদ নামের এক মোটরসাইকেল চালক।

Exit mobile version