Site icon Jamuna Television

ফের ফিটনেস টেস্ট দিয়ে দলে ফিরতে হবে মুশফিককে

পাকিস্তান সিরিজ থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তা চিঠি দিয়ে জানিয়েছিলেনও বোর্ডকে।

একদিকে- মুশফিকের পাকিস্তান না যাওয়ার দরুণই লাহোরে টাইগারদের ব্যর্থতার অনেকগুলো কারণের একটি বলে ধরা হচ্ছে, অন্যদিকে- ইনজুরির কারণে মিস করেছেন চলমান বিসিএল এর প্রথম রাউন্ড। ফলে ফের ফিটনেস টেস্ট দিয়েই তাকে দলে ফিরতে হবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, পাকিস্তান সফর বাতিল সহ ইনজুরিতে পরার কারণে মুশফিককে ফিটনেস টেস্ট দিয়েই দলে ফিরতে হবে। এরপরই সুযোগ পাবেন-জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে।

নির্বাচকের এমন বক্তব্যকে অনেকেই বলছেন মুসি জন্য বিশেষ বার্তা হিসেবে। যদিও বিষয়টির সাথে একমত না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

Exit mobile version