Site icon Jamuna Television

মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন মা-ও

বগুড়া ব্যুরো:

বগুড়ার কাহালু উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে মা ফেলানী বেগমেরও। সোমবার দুপুরে কাহালু রেল স্টেশনের বটতলার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার সাগাটিয়া এলাকার ফেলানী বেগম (৫২) স্টেশন এলাকায় খাবারের দোকান চালাতেন। তার ছেলে রাজবাবু (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। টাকার জন্য প্রায়ই মাকে আত্মহত্যার হুমকি দিতো সে।

সোমবার দুপুরেও একই হুমকি দেয়ার এক পর্যায়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ঝাঁপ দেয় রাজ। এসময় বগুড়া স্টেশন থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশ করছিলো। এটি দেখতে পেয়ে মা ফেলানী ছেলেকে বাঁচাতে দোকান ছেড়ে রেললাইনে চলে যান। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে দুজনেরই মৃত্যু হয়। পুলিশ নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। বিকেলে তাদের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Exit mobile version