Site icon Jamuna Television

মাশরাফীর পাকিস্তান সফর অনিশ্চিত

টাইগারদের চলমান পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডে খেলতে করাচী যাওয়া এখনও নিশ্চিত নয় টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজার। তবে মাশরাফী না গেলেও তার বিকল্প নিয়ে ভেবে রেখেছে বোর্ড।

কদিন আগেই কোচ রাসেল ডোমিঙ্গো আর নির্বাচকরা বসেছিলেন ওয়ানডে অধিনায়কের সাথে।তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য জানেন না সেই আলোচনার ফলাফল।

তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেই কি বিদায় জানাবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক? খেলবেন পুরো সিরিজ? সব প্রশ্নের উত্তর মিলবে রাওয়ালপিন্ডি টেস্টের পরেই।

Exit mobile version