Site icon Jamuna Television

সিরিয়ার হামলায় নিহত ৪ তুর্কি সেনা, পাল্টা জবাবে নিহত ৩০ সিরিয় সেনা

সিরিয়ায় সরকারি বাহিনীর ছোড়া বোমায় প্রাণ গেছে ৪ তুর্কি সেনার। আহত আরও ৯ সেনা। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

জবাবে তুরস্কের হামলায় নিহত হয় অন্তত ৩০ সিরিয় সেনা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের একদিন পরই ঘটলো সংঘর্ষের ঘটনা।

তুর্কি প্রেসিডেন্টের দাবি, তাদের সেনা ঘাঁটি নিশ্চিত হয়েই হামলা চালিয়েছে রুশ সমর্থিত সিরিয় বাহিনী। তাই পাল্টা ব্যবস্থা নিয়েছে তারা।

এর আগে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো সংলগ্ন জামিয়াত আল জাহরা এলাকায় অভিযান চালায় সরকারি বাহিনী। চেষ্টা চলে আলেপ্পো থেকে দামাস্কাসকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মহাসড়ক উদ্ধারের। ইদলিব ও আলেপ্পোয় নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রতিক উত্তেজনার জেরে ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় তুর্কি সরকার।

Exit mobile version