Site icon Jamuna Television

নতুন সুখবর দিলেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে সরব হলেও নিজের কোনো অফিশিয়াল ফ্যান পেজ ছিল না।গতকাল তার নিজের পেজটি ভেরিফায়েড হয়েছে। এতে বেজায় খুশি মাহিয়া মাহি।

মাহিয়া মাহি বলেন, ‘এই প্রথম আমার নিজের পরিচালিত অফিশিয়াল ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। এখন থেকে এই পেজ থেকে ভক্তরা আমার খবর জানতে পারবেন।’

‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে মাহিয়া মাহি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসায়’।

মাহি বলেন, আগে আমার একটি ফ্যান পেজ ছিল, যেটা পরিচালনা করত জাজ মাল্টিমিডিয়া। সেখানে আমার অ্যাকসেস ছিল না। কিছুদিন আগে আমার নামে আরেকটি অফিশিয়াল ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছিল, যা আমার ছিল না। তবে এবার আমার নিজের ফ্যান পেজ ভেরিফায়েড হলো।

২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মাহি। ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা : দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

বর্তমানে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ছবিতে কাজ করছেন তিনি।

Exit mobile version