Site icon Jamuna Television

দুই দিন পার হলেও খোঁজ পাওয়া যায়নি শিশু আশামনির

দুই দিন পার হলেও খোঁজ পাওয়া যায়নি ৫ বছরের শিশু আশামনিকে। সোমবারও দিনভর উদ্ধার তৎপরাতা চালিয়েছে ফায়ার সার্ভিস, অংশ নিয়েছে স্থানীয় বাসিন্দারাও।

শেষ পর্যন্ত আশামনির সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, এখনো সন্তানের মরদেহ পওয়ার আশায় দিশেহার আশামনির মা-বাবা।

এরআগে, শনিবার বিকেলে রাজধানীর মেরাজনগরের মোহাম্মদবাগ খালে পড়ে যায় সে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তৃতীয় দিনের মত আশামিনকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনার কারণে, ঠিকমত কাজই করতে পারেনি তারা।

এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার রেখেই পানিতে নামে ফায়ার সর্ভিস। প্রাণপন চেষ্টার পরও সন্ধান মেলেনি আশামনির। এতে অনেকটাই হাল ছেড়ে দেন তারা।

আশাহীন এমন পরিস্থিতিতে দুর্গন্ধ ও বিষাক্ত পানিতে নামেন স্থানীয় বাসিন্দরাও। কিন্তু শেষ পর্যন্ত আশামনিকে খুজে পায়নি তারা।

সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করে ফায়ার সার্ভিস। জানান, না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তারা। যদিও, শুরু থেকেই তাদের কর্মকাণ্ড নিয়ে স্বজনদের আছে নানা অভিযোগ।

এদিকে, শোকে স্তব্ধ আশামনির বাবা খালের পাড় ধরে, সারাদিনই খুঁজে ফিরেছেন প্রিয় মেয়ের মরদেহ।

Exit mobile version