Site icon Jamuna Television

স্যামসাং বাংলাদেশের স্বত্বাধিকারী রুহুল আলম’র মেয়ে রাইদা’র কুলখানি অনুষ্ঠিত

স্যামসাং বাংলাদেশের স্বত্বাধিকারী এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান, রুহুল আলম আল মাহবুব এর মেয়ে নাবিহা রাইদা’র কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর গলফ গার্ডেনে দুপুরে হয় এই দোয়া মাহফিল।

এতে অংশ নেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সাংবাদিক’সহ সমাজের সর্বস্তরের মানুষ। সকলেই রাইদা’র রূহের মাগফেরাত কামনা করেন। একুশ বছর বয়সী নাবিহা রাইদা ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি ক্যামব্রিয়ান ইন্টারন্যশাল স্কুলে অধ্যয়নরত ছিলেন। দায়িত্ব পালন করছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক হিসেবেও। গত ৯ জানুয়ারি নরসিংদীতে অবস্থিত স্যামসাং ফ্যাক্টরি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

Exit mobile version