Site icon Jamuna Television

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারছে না চীন

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারছে না চীন। ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়ানোর পরপরই এ স্বীকারোক্তি দেয় বেইজিং। দিনের ব্যবধানে নতুন করে সংক্রমণের হার ১৫ শতাংশ।

সোমবার, চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি জানায়, এ ধরনের সংকট মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতি যথেষ্ট উন্নত নয়। ফলে সময় স্বল্পতার পাশাপাশি বাধা হয়ে দাঁড়াচ্ছে নানারকম ‘ভুলত্রুটি’ আর ‘ঘাটতি’।

সময়ের সাথে পাল্লা দিয়ে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার বাড়তে থাকার মধ্যেই এলো এমন বিবৃতি। বিগত ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণে প্রাণ গেছে ৬৪ জনের। নতুন করে দু’হাজার ৮শ’র বেশি মানুষ যোগ হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৩৮ জনে।

চীনের বাইরে প্রায় ২৫টি দেশে ভাইরাসটিতে আক্রান্ত কমপক্ষে ১৮৫ জন।

Exit mobile version