Site icon Jamuna Television

দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মো.সাইদুল ইসলাম। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বাড়ি ময়মনসিংহ জেলায়। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর ফাড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইলেরর অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

Exit mobile version