Site icon Jamuna Television

পরমাণু সমঝোতা, ইউরোপীয় ইউনিয়নকে সহযোগিতা করতে প্রস্তুত ইরান

পরমাণু চুক্তি সংক্রান্ত সমঝোতায় ইউরোপীয় ইউনিয়নকে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। তেহরানে, ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সাথে বৈঠকে একথা বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান সফর করছেন বোরেল।

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে গেল বছরই চুক্তির বেশ কিছু শর্ত থেকে বেরিয়ে আসে ইরান।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানি সমরবিদ কাশেম সোলায়মানির মৃত্যুতে চরম আকার নেয় দু’দেশের দ্বন্দ্ব।

Exit mobile version