Site icon Jamuna Television

দাউদ ইব্রাহিমের সাথে অনিল কাপুরের কী সম্পর্ক? জানালেন সোনম

সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেয়া দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া’র শিক্ষার্থীদের উপর ও শাহিনবাগে আন্দোলনরতদের উপর গুলি চালানোর প্রতিবাদ করার পরপরই বিজেপি সমর্থকদের তোপের মুখে পড়েন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

সম্প্রতি সিএএ বিরোধীদের উপর গুলি চালানোর প্রতিবাদ করার পর বাবা অনিল কাপুরের সাথে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীমের সাথে একটি ছবি টুইটারে ভাইরাল করে প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে সোনমের সামনে।

সেখানে বলা হয় ‘দাউদের সাথে অনিলের সম্পর্ক কী?’ অবশ্য এর উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী।

সোনম জানান, ভারতের ক্রিকেট ম্যাচ দেখতে সেদিন রাজ কাপুর এবং কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে স্টেডিয়ামে যান অনিল কাপুর তবে সেখানে যে দাউদ ইব্রাহীম ছিলেন তা তার জানা ছিলনা।

দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর বাবার ছবি ফটোশপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে বলেও দাবি করেন সোনম।

সিএএ বিরোধীদের উপর দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় সোনম বলেন, দিল্লির জামিয়া মিলিয়া এবং শাহিনবাগে গত কয়েক সপ্তাহ ধরে যে ঘটনা ঘটতে শুরু করেছে, তা ভারতে কখনও হতে পারে বলে কল্পনা করতে পারেন না। এসব করে দেশের মানুষের মধ্যে ঘৃণা ছড়াবেন না। আপনার কর্মের মাধ্যমেই ধর্মের পরিচয় পাওয়া যায়।

Exit mobile version