Site icon Jamuna Television

পিএইচডি ডিগ্রি আইন মেনে দেওয়া হয়েছে কিনা খতিয়ে দেখার নির্দেশ

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি আইন মেনে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ইউজিসিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

একইসাথে পিএইচডি অনুমোদনে যাচাই-বাছাইয়ের জন্য তথ্য-প্রযুক্তির সাহায্য কেন নেয়া হবে না তা জানতে রুলও দেন আদালত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পিএইচডি জালিয়াতির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আদালত। একই সাথে অভিযুক্ত লুৎফুল কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা দুই মাসের মধ্যে উপাচার্যকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। পিএইচডি এখন টাকার বিনিময়ে নীলক্ষেত থেকে কিনতে পাওয়া যায় বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত।

Exit mobile version