Site icon Jamuna Television

নলছিটিতে ছাত্রী উত্যক্তকারীকে কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্যক্তকারী এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের আদালত এ দণ্ড দিয়েছেন। দন্ডিত যুবক মাসুম হাওলাদার ওই উপজেলার রানাপাশা ইউনিয়ন এর সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিলো ওই যুবক। গত রোববার বিকালে ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীটির বাড়িতে গিয়েও উত্যক্ত করে মাসুম। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে মাসুম পালিয়ে যায়। আজ মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে প্রথমে থানায় সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে তুলে দণ্ড দেয়া হয়।

Exit mobile version