Site icon Jamuna Television

কবি মাহমুদ টোকন আর নেই

নব্বইয়ের দশকে কবি মাহমুদ টোকন আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগে ছিলেন এ কবি। মাহমুদ টোকনের জন্ম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভূরঘাটার পূয়ালী গ্রামে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।

‌মাহমুদ টোকনের কাব্যগ্রন্থের মধ্যে মাটির স্বর্গ, আলো ও অন্ধকারের মাঝখানে, বিমূর্ত ইস্তেহার উল্লেখযোগ্য। এ ছাড়া ‘রক্তফুলের দিন’ নামে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসও রয়েছে তাঁর।

Exit mobile version