Site icon Jamuna Television

ময়মনসিংহে মুদি দোকান থেকে সরকারি বই উদ্ধার

ময়মনসিংহের কালিকাপুর থেকে প্রায় দুই হাজার সরকারি পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি মুদি দোকান থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বোর্ড থেকে থেকে পাঠানো বইগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বই বিক্রেতা ইসরাফিলকে আটক করা হয়েছে। বইগুলো কোন স্কুলের এবং কীভাবে সেগুলো মুদি দোকানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version