Site icon Jamuna Television

বিশ্বজুড়ে চলছে বর্ষবরণ

আতশবাজির বর্ণিল রং আর উদ্দাম বাজনার তালে তালে বিশ্বজুড়ে বরণ করা হচ্ছে ২০১৮ সালকে। ঘড়ির কাঁটা সবার আগে ১২টা ছোঁয় নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ায়।

ভৌগলিক কারণে বিশ্বে সবচেয়ে আগে নিউজিল্যান্ড স্বাগত জানিয়েছে ২০১৮ সালকে। অন্য বছরগুলোতে দেশটির বর্ষবরণ উৎসব ওয়েলিংটনে হলেও,এবার অকল্যান্ডের স্কাই টাওয়ারের ছিলো আতশবাজি উৎসব। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ছিলো মনোমুগ্ধকর আতশবাজির পরিবেশনা। বর্ণিল আলোয় রঙ্গিন হয়ে ওঠে সিডনির আকাশ। বিশ্বের অন্যান্য দেশেও চলছে নানা আনুষ্ঠানিকতা।

অবশ্য সবার শেষে নববর্ষের উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র। এরইমাঝে, টাইমস স্কয়ারে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারাও। তবে উৎসবের আনন্দকে নিরাপদ ও নির্ভেজাল রাখতে দেশে-দেশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version