Site icon Jamuna Television

সালমানের জন্য এত দরদ কেন জ্যাকলিনের?

রাত জেগে কাজ করেন বলিউড তারকা সালমান খান। আর এ নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের।

জ্যাকলিন বলেন, বিগ বসের সেট হোক কিংবা সিনেমার শ্যুটিংয়ের সেট, সালমন একজন কাজ পাগল মানুষ। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কাজ করতে ভালবাসেন তিনি।

‘সকাল থেকে রাত পর্যন্ত সালমন কখনও বিশ্রাম নেন না। এমনকি ভোরবেলা হোক কিংবা মাঝ রাতেও সমানভাবে কাজ করে যান বলিউড ভাইজান।’

তাই সালমনকে কিছুটা বিশ্রাম নেয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী। যদিও সালমানের জন্য হঠাৎ করে তার এই দরদের উতলে উঠার কারণ কী তা জানা যায়নি।

তবে জ্যাকলিনের কথা শুনে পালটা কোনো মন্তব্য করেননি সালমন খান। প্রসঙ্গত সালমন খানের সঙ্গে কিক-এ স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকলিন। রেস থ্রি-তেও ভাইজানের সঙ্গে দেখা গেছে তাকে। তাদের পরপর দুটি সিনেমায় বক্স অফিসে সাফল্য পেয়েছে।

সূত্র: জি নিউজ

Exit mobile version