Site icon Jamuna Television

করোনাভাইরাসের ভয় দেখিয়ে নিপীড়ন থেকে রক্ষা পেলেন চীনা নারী!

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন চীনা এক নারী।

গত শুক্রবার উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ওই নারীর অভিযোগের পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার নাম জিয়াও।

পুলিশ জানিয়েছে, রাতে জানালা ভেঙে জিয়াও ওই নারীর ঘরে প্রবেশ করেন। তখন তিনি বুঝতে পারেন, ছেলেটি তাকে ধর্ষণ করতে এসেছে। তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন।

শুধু তাই নয় ওই নারী বলতে থাকেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহান থেকে ফেরত এসেছি। এজন্য আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছি।

এরপর জিয়াও ভয় পেয়ে পালিয়ে যান। তবে যাওয়ার আগে তার বাসা থেকে বেশ কিছু টাকা নিয়ে যান তিনি। যদিও পুলিশ পরে তাকে আটক করে।

Exit mobile version