Site icon Jamuna Television

বেনা‌পোল সীম‌ান্তে ১০টি স্ব‌র্ণের বারসহ আটক ১

বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি:

ভারতে পাচারকালে বেনাপোল বন্দর থানাধীন সাদিপুর পাকা রাস্তার উপর থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ পাচারকারী জিহাদ আলী বেনাপোল বন্দর থানাধীন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মোঃ সেলিম রেজা সাংবাদিকদের জানান, বুধবার সকালে কাশিপুর বিওপি’র সুবেদার আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর থানাধীন সাদিপুর পাকা রাস্তার উপর থেকে ১০টি স্বর্ণের বারসহ জিহাদকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৯,৯৬,০০০ টাকা।

আটক জিহাদ আলীকে স্বর্ণসহ বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা প্রক্রিয়া চলছে।

Exit mobile version