Site icon Jamuna Television

কাহারোলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

দিনাজপুরের কাহারোল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ ফারুক হোসেন (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ভাতগাঁও বীজের পশ্চিমপাশে এই দুর্ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় জানান, বিকালে বীরগঞ্জ থেকে ধান বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ট-১৬-৫৩৩৩) দিনাজপুরে আসছিল। পথিমধ্যে ভাতগাঁও ব্রীজের পশ্চিমপাশে ঠাকুরগাঁওমুখী রড বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রোঃ ট ১৮-৪৮২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান বোঝাই ট্রাকের চালক ফারুক হোসেন ঘটনাস্থলে নিহত হন।

এব্যাপারে কাহারোল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version