Site icon Jamuna Television

দুর্নীতির অভিযোগে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

পাবনা প্রতিনিধি:

অবশেষে নানা অনিয়ম-দুর্নীতির কাজে অভিযুক্ত পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া, তদন্ত কমিটির সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তদন্ত ও সরকারি কাজে বাধাদানসহ নানা অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে কলেজের পুরোনো গাছ কাটার মামলায় গত ২৬ জানুয়ারি পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ শুনানি শেষে অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি ৩০ জানুয়ারি অধ্যক্ষ পাবনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো: মকবুল আহসান তার জামিন আবেদন মঞ্জুর করেন। আজ বুধবার তিনি কারাগার থেকে মুক্ত হন।

Exit mobile version