Site icon Jamuna Television

ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন

রাজধানী ধানমন্ডির সিটি কলেজের পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে আগুন লেগেছে।

বুধবার রাত ৮টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম।

তিনি বলেন, ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে। পুরো সেন্টার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

তবে আগুনে তৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version