Site icon Jamuna Television

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৪ জন

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। নিশ্চিতভাবে সংক্রমণের শিকার ২৮ হাজারের বেশি মানুষ।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৭৩ জন। যাদের সবাই হুবেই প্রদেশের অধিবাসী। আরও ২৫ হাজারের মতো মানুষ রয়েছে সন্দেহের তালিকায়। এছাড়া, চীন’সহ অন্যান্য দেশে তিন লাখের মতো মানুষকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের পরিবার-বন্ধুদের মধ্যে এক লাখ ৮৬ হাজারের বেশি মানুষ রয়েছেন নজরদারিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত ২০টি দেশে মারণব্যাধি ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিমান, সমুদ্র, নৌ এবং স্থলবন্দরে কাজ করছে বিশেষ টিম।

Exit mobile version