Site icon Jamuna Television

আজও বাতিল বিমানের হজ ফ্লাইট

যাত্রী কম থাকায় আজও বাতিল করা হয়েছে বিমানের দুটি ফ্লাইট। ভোররাত ৩টা ৫৫ মিনেটের ফ্লাইটটি বাতিল করা হয়। তবে, যাত্রীদের অন্য ফ্লাইটে সমন্বয়ের আশ্বাস দিয়েছে, বিমান কর্তৃপক্ষ। এ পর্যন্ত শুধু বাংলাদেশ বিমানেরই ১২টি ফ্লাইট বাতিল করা হলো।

এখন পর্যন্ত ২৯ হাজার ৮৯৩ জন হজযাত্রী জেদ্দায় গেছেন বলে জানিয়েছে, বিমান। ভিসা-পাসপোর্টসহ নানা জটিলতায় কয়েকদিন ধরে হজযাত্রায় বিঘ্ন হচ্ছে। হজযাত্রীরা জানান, অনেক মোয়াল্লেম ফোন ধরছেন না। কেউ কেউ অতিরিক্ত টাকা দাবি করছেন। এ অবস্থায় অবর্ণনীয় দুর্ভোগে পরেছেন তারা।  হজযাত্রীদের এমন দুর্ভোগ কমাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন হজযাত্রীরা।  ২৪ জুলাই থেকে ২৬ আগস্টের মধ্যে হজে যাওয়ার কথা ১ লাখ ২৭ হাজারেরও বেশি বাংলাদেশি। সেই হিসাবে গড়ে প্রতিদিন ৩ হাজার ৮৫৪ জন যাত্রী যাওয়ার কথা। কিন্তু, প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক হজ ফ্লাইট। এতে পরবর্তিতে আরও বড় বিপর্যয়ের শঙ্কা তৈরি হচ্ছে।

যমুনা অনলাইন- এফআর

Exit mobile version