Site icon Jamuna Television

কনস্টেবলের বিরুদ্ধে সহকর্মীর ধর্ষণের অভিযোগ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের কনস্টেবল আরিফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছেন এক নারী পুলিশ কনস্টেবল।শনিবার রাতে  শাহজাহানপুর থানায় মামলাটি করা হয়।  মামলা নম্বর ৩৪।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর নিউ সার্কুলার রোডের হোটেল মৌচাকের একটি রুমে নিয়ে যাওয়া হয় ওই নারী কনস্টবলকে। এসময় থেকে দুপুর সাড়ে তিনটার মধ্যে তাকে ধর্ষণ করেন পুলিশ সদস্য আরিফুল। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করেছেন ঐ নারী কনস্টেবল।

টিবিজেড/

Exit mobile version