Site icon Jamuna Television

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাদশা মিয়া (৫৫) নামের এক রোগী চিকিংসা অবহেলায় মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান। প্রতিবাদে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। নিহত বাদশা মিয়া রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী শাহানারা ও ছেলে শাহজাহান জানান, বুধবার দিবাগত রাত ১ টার দিকে হার্টের ব্যাথা নিয়ে বাদশাহ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু কোন চিকিৎসক ও নার্স তাদের রোগীর যথাযথ চিকিৎসা সেবায় এগিয়ে আসেনি। সকালে রোগী টয়লেটে গেলে সেখানে ঘুরে পড়ে যায়। এরপর চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্বজনদের চিৎকার ও ক্ষোভের মুখে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, হার্টের সমস্যা নিয়ে রোগী ভর্তির পর চিকিৎসা চলছিল। হঠাৎ রোগী মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত। তবুও কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version