Site icon Jamuna Television

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

ঢাকা সিটি নির্বাচনের দিন সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে আটক করা হয়। ইসমাইলকে সাংবাদিক সুমনের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হবে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন চলাকালে মোহাম্মদপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তরা সুমনের ওপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version