Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত। রোববার এ হামলায় আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর আরও চার সদস্য।

পুলিশ জানায়, হাইল্যান্ড রেঞ্চের এক বাস ভবনে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন হামলাকারী। তবে কি কারণে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। হামলার কারন জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। প্রত্যাক্ষদর্শীরা জানায়, হামলাকারী অন্তত একশ রাউন্ড গুলি ছোড়ে। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে গুলিতে নিহত হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ।

Exit mobile version