Site icon Jamuna Television

‘কোয়ারেন্টাইনে অবস্থানরতদের নিয়ে কোনো ঝুঁকি নেই’

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ না থাকলে করোনাভাইরাস ছড়ায় না। ফলে, ক্যাম্পে অবস্থানরতদের নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন, আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা সবাই সুস্থ আছেন।

তিনি জানান, ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৬৯৩ জনের স্ক্রিনিং করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ জনের। এদের মধ্যে ৭ জনের ফল এখনও পাওয়া যায়নি। যেকোনো প্রয়োজনে আইইডিসিআর কার্যালয়ে চিকিৎসা ও পরামর্শ নিতে পারবে বলেও জানান এর পরিচালক।

আতঙ্কিত হবার কিছু নেই জানিয়ে তিনি বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা জরুরি। ক্যাম্পে অবস্থান করা কারোরই আক্তান্ত হবার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন তিনি।

Exit mobile version